October 17, 2025, 11:18 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

রাজশাহীর দূর্গাপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত

Reporter Name

দূর্গাপুর(রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর দূর্গাপুরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার ২৭( আগস্ট)  দুপুরে উপজেলা প্রশাসনের হল রুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকতা সাবরিনা শারমিন উপজেলায় প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক জীবন আলী সবুজ(কোরবান), আজহারুল ইসলাম বুলবুল, আব্দুল খালেক, গোলাম কিবরিয়া, ফরিদ আহমেদ আবির, রাজু আহমেদ, মো.জাহিদুল ইসলাম,হাসিবুর রহমান,রাকিবুল ইসলাম,শাহজামাল পিকে, মোফাজ্জল হোসেন মায়া, মাসুদ রানা তুষার,আসাদুজ্জামান সুমন,সোহানুর রহমান,নাঈম হোসেন,মেহেদী হাসান,জাকির হোসেন বাবলু,আকাশ ইসলাম, সেলিম রেজা,মশিউর রহমান, রাকিবুল ইসলাম শাহিন ,মমিন জাদরান,শিহাব সম্রাট , আল-আমিন ইসলাম, জিল্লুর রহমান,মুন্না ইসলাম, শাহিনুর ইসলাম,ফায়সাল আহমেদ, রাকিবুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। ৩৫ তম বিসিএসের এ কর্মকর্তা দূর্গাপুর উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে দূর্গাপুরে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

এর আগে তিনি বগুড়ার সোনাতলা উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন বিসিএস ৩৫তম ব্যাচের এই কর্মকর্তা।#মহ/বাংলার তরী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন