August 4, 2025, 8:17 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

টেকনাফে যৌথ অভিযানে মাদক কারবারি নিহত, ১ জন আটক

মিরাজ হুসেন প্লাবন

শাহিন আলম, টেকনাফ:
কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপে কোস্টগার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে এক লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। অভিযানের সময় এক মাদক কারবারি আব্দুস সবি (৫০) পানিতে ডুবে মারা যান। নিহত আব্দুস সবি শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়া এলাকার সৈয়দের ছেলে।

অভিযানের বিবরণ
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, ১ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া এলাকা দিয়ে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করবে।

সংবাদের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরীরদ্বীপ ও র‌্যাব-১৫ সিপিসি-১ এর যৌথ দল অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। কিন্তু বোটে থাকা পাঁচজন মাদক পাচারকারী কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সমুদ্রে লাফ দেয়।

কোস্টগার্ড সদস্যরা দুইজনকে উদ্ধার করেন, তবে তিনজন পালিয়ে যায়। উদ্ধারকৃত দুইজনের মধ্যে আব্দুস সবি পানিতে ডুবে যান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য
আটক মাদক পাচারকারী হলেন টেকনাফের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার আব্দুস জব্বারের ছেলে মুহাম্মদ তুহিন (২০)। উদ্ধারকৃত মাদক এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা, যা বোট থেকে জব্দ করা হয়।

পরবর্তী ব্যবস্থা
কোস্টগার্ডের কর্মকর্তা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জব্দকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন