মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে উঠান বৈঠ ও আলোচনা সভা শেষে প্রতিবন্দীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা হলরুমে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গরীব প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও ডিমলা কুষ্ঠ ও সাধারণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সুবিধাভোগী ব্যক্তিবর্গের অংশগ্রহণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া গরিব, পঙ্গু ও অসহায় ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করেন।