December 7, 2025, 8:43 pm

মেহেরপুরে কুতুবপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মিরাজ হুসেন প্লাবন

মেহেরপুরের কুতুবপুর ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ওমর ফারুক লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, “দলের পুনর্গঠনের মাধ্যমে জাতীয় ও স্থানীয় পর্যায়ে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে গণতন্ত্র পুনরুদ্ধার করাই আমাদের লক্ষ্য।”

জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করতে আমাদের আন্দোলন চলবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলমগীর খান সাতু, হাফিজুর রহমান হাফি, মোছাঃ রোমানা আহম্মেদ, সাবেক সহ-সম্পাদক কাজী মিজান মেনন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, সাবেক কাউন্সিলর আব্দুর রহিম, জেলা যুবদলের সহ-সভাপতি মুনতাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, জেলা জিয়া মঞ্চের সচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বিএনপির চলমান রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন