November 8, 2025, 5:53 pm

খুলনায় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মিরাজ হুসেন প্লাবন

খুলনা প্রতিনিধি:

খুলনা নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকায় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় যশোর-খুলনা মহাসড়কের ফুলবাড়ীগেটে কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এতে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।

বক্তারা হামলার নিন্দা জানিয়ে বলেন, ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তারা সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন