নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি’ নবাবগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ইউএনও মো. আশরাফুল হককে সম্মাননা স্মারক প্রদান করেন। একইসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুমা খাতুনকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. রাব্বুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাইদুল ইসলাম, হাফেজ তরিকুল ইসলাম, একরামুল হক, সাজেদুর সাগর, রোকনুজ্জামান, ফাতেমা বেগম, রাজিয়া সুলতানা, কামরুজ্জামান, আ. সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।