July 8, 2025, 11:18 am

কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

মিরাজ হুসেন প্লাবন

মাসফিকুল হাসান বেরোবি প্রতিনিধি:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য বাসভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব দে’, ‘ছাত্রদল হামলা করে, ইন্টেরিম কি করে’, ‘কুয়েটের ভয় নাই, রাজপথ ছাড়িনাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবি:

লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “ক্যাম্পাসের ভেতরে বা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে কেউ ছাত্ররাজনীতির নামে অরাজকতা করলে, তাদের বহিষ্কার করা হবে।” বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন