July 13, 2025, 8:47 pm

হালুয়াঘাট সীমান্তে কোটি টাকার ভারতীয় ওষুধ ও সানগ্লাস জব্দ

 মো. তানজিম ইসলাম

 মো. তানজিম ইসলাম

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্তে কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় ওষুধ ও সানগ্লাস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (০২ মার্চ ২০২৫) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ আইলাতলী বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবির তথ্য অনুযায়ী, সীমান্ত পিলার ১১২৪/এমপি সংলগ্ন পূর্ব গোবরাকুড়া এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ ও সানগ্লাস পাচারের চেষ্টা করছিল। বিজিবির বিশেষ অভিযানে ১,০৮,৬১,০৫০/- (এক কোটি আট লাখ একষট্টি হাজার পঞ্চাশ) টাকা মূল্যের ৪৮,৬৯০ পিস ভারতীয় ওষুধ ও ৫,৬০০ পিস সানগ্লাস জব্দ করা হয়।

তবে অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন