আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অটোরিকশার সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষে কামাল শেখ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
🔴 দুর্ঘটনার সময়: ১৫ মার্চ, শনিবার ভোর ৫:১৫ মিনিট
🔴 দুর্ঘটনার স্থান: মুন্সিগঞ্জ-শ্রীনগর সড়কের কাকালদি
সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমরান হোসেন জানান, টঙ্গীবাড়ির শিলিমপুর গ্রামের কৃষক কামাল শেখ টমেটো নিয়ে রাজেন্দ্রপুর পাইকারি বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কাকালদি কমিউনিটি ক্লিনিকের সামনে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দেয়, এতে সেটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
স্থানীয়রা চিৎকার শুনে ছুটে গিয়ে কামাল শেখকে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখেন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত অটোরিকশা চালককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।