আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলদি বাজারের সুখ্যাত কমল ঘোষের মাঠা কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সদর উপজেলার মাকহাটি গ্রামের সৃজন মাঠা ভান্ডারে অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানকালে কারখানার ভেতরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাঠা উৎপাদনের প্রমাণ পাওয়া যায়, যার ফলে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে কারখানা কর্তৃপক্ষকে পরবর্তী সময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় মাঠা উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভোক্তারা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতেও এমন নজরদারি বজায় রাখার আশ্বাস দিয়েছে।