আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বিধি সংশোধন ও ইন্সট্রাক্টরদের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের প্রতিবাদে মুন্সিগঞ্জে সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে মুক্তারপুর সেতুর ঢালে ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা, যার ফলে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যানজট তিন কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।