আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা
গাইবান্ধার ফুলছড়িতে সরকারি ত্রাণের চাল লুটের সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। দৈনিক সকালের সময় পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি মজিবর রহমানসহ তিনজন বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
গত ২৩ মার্চ (রবিবার) ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল-আমিন আহম্মেদ বাদী হয়ে ফুলছড়ি আমলী আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটির তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় উদাখালি ইউনিয়নের ৪,০৭৮টি দুস্থ ও অসহায় পরিবারের জন্য ৪০.৭৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ইউনিয়ন পরিষদ থেকে উপকারভোগীদের মধ্যে টোকেন বিতরণের পর বুধবার সকাল থেকে চাল বিতরণ শুরু হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা মনোয়ার হোসেনের উপস্থিতিতে চাল বিতরণ চলছিল।
তবে দুপুর আড়াইটার দিকে বিতরণের শেষ পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু ব্যক্তি চালের গুদামের সামনে ভিড় করেন এবং পরে একদল লোক গুদামে প্রবেশ করে চালের বস্তা লুট করে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ইউপি চেয়ারম্যান আল-আমিন আহম্মেদ চাল বিতরণে অনিয়ম করেছেন এবং দুর্নীতির অভিযোগ থেকে দৃষ্টি সরাতে ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, চেয়ারম্যানের অনুগতরা জনতাকে গুদামে ঢুকিয়ে চাল নিতে উৎসাহিত করেন।
সংবাদ প্রকাশকারী সাংবাদিক মজিবর রহমান জানান, তিনি প্রত্যক্ষদর্শী, উপকারভোগী ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করেন। এরপর থেকেই তিনি চেয়ারম্যান আল-আমিন ও তার অনুসারীদের পক্ষ থেকে হুমকি পাচ্ছিলেন। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সদস্যরা মিথ্যা মামলা প্রত্যাহার এবং চাল লুটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তারা বলেন, সাংবাদিক মজিবর রহমানের ওপর দায়ের করা হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।