রুবের হাসান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রদত্ত ঈদ উপহার সামগ্রী ৪ শতাধিক দুঃস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
বুধবার (২৬ মার্চ) দুপুরে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরিফুল ইসলাম মুক্তা, সহ সভাপতি মোখলেসুর রহমান, সহ-সভাপতি রাশেদুজ্জামান ওয়াসিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, এবং স্বেচ্ছাসেবক দল নেতা ডা. আমিনুল ইসলাম উজ্জ্বলসহ অন্যান্য নেতৃবৃন্দ।