আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঈদের ছুটি এখনো আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও রাজধানী ছাড়তে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের স্রোত বাড়তে থাকায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজায় বেড়েছে চাপ, আর সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে টোল আদায়ও।
গত ১২ ঘণ্টায় (বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত) পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার ২০০ টাকা। এই সময়ে সেতু দিয়ে মোট ১১ হাজার ৫১০টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ৭ হাজার ১৭৫টি ও জাজিরা প্রান্ত দিয়ে ৪ হাজার ৩৩৫টি যানবাহন পার হয়েছে।
যান চলাচল স্বাভাবিক, স্বস্তিতে যাত্রীরা
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেতুতে কিছুটা চাপ বৃদ্ধি পেলেও কোনো ভোগান্তি নেই। যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে মাওয়া প্রান্তের টোল প্লাজায় ৭টি বুথ চালু রাখা হয়েছে। মোটরসাইকেলের জন্য বরাবরের মতো আলাদা টোল বুথের ব্যবস্থা রয়েছে।
সেতু কর্তৃপক্ষের ধারণা, শুক্রবার থেকে ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু হলে যানবাহনের চাপ আরও বাড়বে।
নিরাপত্তায় কড়া নজরদারি
ঈদযাত্রাকে নিরাপদ রাখতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করছে পুলিশ।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, এবারের ঈদ যাত্রায় পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। যাত্রাপথে কোনো সমস্যা হলে দ্রুত সমাধানের জন্য চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, রাখা হয়েছে রেকার ও টহল টিম।
যাত্রীদের স্বস্তির যাত্রা ও মহাসড়কে শৃঙ্খলা বজায় থাকায় অনেকে সন্তোষ প্রকাশ করেছেন।
🚗 নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রার আশায় ঘরমুখো মানুষ!