আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঈদের ছুটি শুরু হতেই রাজধানী ছেড়ে নাড়ির টানে ছুটছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। শুক্রবার ভোর থেকেই পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তের টোল প্লাজায় মোটরসাইকেল আরোহীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চাপ থাকলেও আধুনিক এই এক্সপ্রেসওয়েতে কোথাও যানজট বা বিড়ম্বনার খবর পাওয়া যায়নি। যাত্রীরা নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন।
নিরবিচ্ছিন্ন যাত্রার জন্য বিশেষ ব্যবস্থা
পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় অপেক্ষমাণ যানবাহনগুলো দ্রুত টোল পরিশোধ করে পার হতে পারছে। নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বিন জানিয়েছেন, এবারের ঈদযাত্রা এক্সপ্রেসওয়েতে পুরোপুরি নির্বিঘ্ন। টোল প্লাজায় দ্রুত টোল আদায়ের জন্য সাতটি বুথ সচল রাখা হয়েছে, ফলে কোনো ভোগান্তি হচ্ছে না।
যাত্রী ও চালকেরা স্বস্তির সঙ্গে যাত্রা করতে পারায় এবারের ঈদযাত্রা আরও আনন্দমুখর হয়ে উঠেছে। 🚗🏍️