April 8, 2025, 7:44 pm

জীবনের ঝুঁকি নিয়ে ৪০ জন যাত্রীকে রক্ষা করলেন চালক সোহেল

মিরাজ হুসেন প্লাবন

নিজস্ব প্রতিবেদক

এই মানুষটির নাম সোহেল, পেশায় একজন বাসচালক। কিন্তু শুধুই চালক নয় — তিনি একজন নিঃস্বার্থ বীর, যিনি নিজের জীবনের পরোয়া না করে রক্ষা করেছেন প্রায় ৪০ জন যাত্রীকে একদল ডাকাতের হাত থেকে।

ঘটনাটি ঘটে ঈদের পরের দিন রাত ১টার সময়, লাকসাম অভিমুখে একুশে পরিবহনের একটি বাস চলাকালীন। হঠাৎ করে ৫-৬টি নম্বরবিহীন মোটরসাইকেলে করে ৮-১০ জনের একটি ডাকাতদল বাসটিকে ধাওয়া করে। আতঙ্কিত যাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে নিয়ে চালক সোহেল এক মুহূর্তের জন্যও বাস থামাননি।

ডাকাতরা বাস থামাতে না পেরে তাকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে, যার আঘাতে তার চোয়াল ভেঙে যায় ও রক্তক্ষরণ শুরু হয়। কিন্তু সেই ভয়াবহ মুহূর্তেও তিনি হাত থেকে স্টিয়ারিং ছেড়ে দেননি।
অনবরত রক্তক্ষরণ সহ্য করে তিনি বাসটি চালিয়ে নোয়াখালীর মাইজদি পর্যন্ত নিয়ে আসেন এবং যাত্রীদের নিরাপদে রক্ষা করেন।

বর্তমানে সোহেল ভাই চিকিৎসাধীন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এই রকম সাহসিকতা কেবল সিনেমার পর্দায় দেখা যায় — কিন্তু সোহেল সাহেব  দেখিয়ে দিলেন, আসল বীরেরা আমাদের মাঝেই আছেন।

👉 আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন