August 4, 2025, 4:36 am
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

ছাত্রদের হাতে ধরা পড়ল পিকআপভ্যান ভর্তি পাঠ্যবই!

আক্কাছ আলী,

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ থেকে চোরাই পথে বিক্রি করতে যাওয়া বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই ছাত্রদের তৎপরতায় আটক হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে একটি পিকআপভ্যানে করে বইগুলো কলেজ চত্বর থেকে বাইরে নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা বিষয়টি ধরে ফেলেন।

ছাত্ররা জানান, পিকআপভ্যানটি তেরপাল দিয়ে মোড়ানো থাকায় তাদের সন্দেহ হয়। পরে তারা তেরপাল খুলতেই বেরিয়ে আসে বিগত বছরের নতুন ও অপ্রচলিত সরকারি পাঠ্যবই। ঘটনাস্থলে সাংবাদিকরা পৌঁছালে কলেজের সংশ্লিষ্ট শিক্ষকরা এলাকা ছেড়ে পালিয়ে যান।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহেনা নাসরিন বলেন, “প্রতিবছর পুরোনো খাতা বিক্রি করা হয়। এ বছর ভুলবশত কিছু বইও সেই খাতার সাথে পিকআপে তুলে দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, ঘটনার পরপরই সহকারী প্রধান শিক্ষক বজলুর রহমান, শিক্ষক মনীন্দ্রনাথ বালা ও অফিস সহায়ক মন্টুকে শোকজ করা হয়েছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, “সরকারি বই বিক্রির কোনও এখতিয়ার কোনো প্রতিষ্ঠানের নেই। এটি সম্পূর্ণ অবৈধ এবং আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই যদি শিক্ষার উপকরণ চোরাই পথে বিক্রি হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কোন নীতিতে বেড়ে উঠবে?

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন