রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের মায়ের কিডনি জটিলতায় প্রয়োজন হয়েছিল তিন ব্যাগ রক্ত। দু’টি ব্যাগ সংগ্রহের পর তৃতীয় ব্যাগের জন্য যখন হিমশিম খাচ্ছিলেন রাকিবুল, তখন মানবতার হাত বাড়িয়ে দেন ভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা।
১১ এপ্রিল, শুক্রবার সকালে রাকিবুল ইসলামের মা রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। হঠাৎ করেই তৃতীয় ব্যাগ রক্ত সংগ্রহে ব্যর্থ হয়ে চিন্তিত হয়ে পড়েন রাকিবুল।
এ সময় ছাত্রশিবিরের বানেশ্বর আদর্শ থানা শাখার সভাপতি আশরাফুল ইসলাম রাকিবুলের আহ্বানে সাড়া দিয়ে নিজেই রক্তদানে এগিয়ে আসেন।
এই মানবিক সহায়তার জন্য ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “রাজনীতি ভিন্ন হলেও মানুষ মানুষের জন্য—এটাই আজ প্রমাণিত হলো।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি ছড়িয়ে পড়লে অনেকে শিবির নেতার এ উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরনের মানবিক সম্পর্ককে রাজনীতির ঊর্ধ্বে তুলে ধরার আহ্বান জানান।