আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রায় তুচ্ছ বিষয়ে বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মো. শুভ (২৮) এবং শীমন (২০) নামের দুজন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শোভাযাত্রায় হট্টগোল ও সংঘর্ষ
স্থানীয় সূত্র জানায়, নববর্ষ উপলক্ষে সোমবার দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়, যেখানে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
এরপর, বেলা সাড়ে ১২টার দিকে শোভাযাত্রা সুপারমার্কেট এলাকায় পৌঁছালে কিছু নেতাকর্মীর মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথাকাটাকাটি এবং হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে তা কিল-ঘুষি ও সংঘর্ষে রূপ নেয়, ফলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে অন্য নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জেলা বিএনপির প্রতিক্রিয়া
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ বলেন,
“আমি শোভাযাত্রার অগ্রভাগে ছিলাম, পেছনে কারা হট্টগোল করেছে তা আমি দেখিনি। পরে আমার নেতাকর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। কিছু কথাকাটাকির জোরে এটি ঘটেছে, আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।”
চিকিৎসা ও পুলিশের বক্তব্য
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর করিম জানান,
“দুজন আহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন ছিলো। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”
মুন্সিগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান,
“তুচ্ছ ঘটনায় কিছুটা হট্টগোল হয়েছে, তবে বিষয়টি নিজ উদ্যোগে মিটিয়ে ফেলা হয়েছে এবং কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।”