July 8, 2025, 7:49 am

শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ১০ আওয়ামী নেতা কারাগারে

মিরাজ হুসেন প্লাবন

মো. জাহিদুর রহিম মোল্লা:

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের আওতাধীন ১ নম্বর আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহম্মেদ এ আদেশ দেন।
আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার পটভূমি:
গত ৫ আগস্ট “আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার” পতনের দাবিতে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় রাজিব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার আসামিরা ওই ঘটনার পর থেকে উচ্চ আদালতের জামিনে ছিলেন।

কারাগারে পাঠানো নেতাদের পরিচয়:
আসামিদের মধ্যে রয়েছেন—

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর বর,

মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আজম আলী মণ্ডল,

একই ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস,

এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আরও কয়েকজন নেতাকর্মী—রিংকু, মানিক সরদারসহ মোট ১০ জন।

আদালতের নির্দেশে সবাইকে রাজবাড়ী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদন: মো. জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি, রাজবাড়ী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন