April 19, 2025, 8:35 am
শিরোনাম :
ভোলায় ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি কার্ভাড ভ্যান আটকে দিলো ছাত্র জনতা বগুড়ায় আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতা কাজল গ্রেফতার মুন্সিগঞ্জে বজ্রপাতে কিশোর নিহত, আহত ৩ কালো ধোঁয়া রোধে গাড়ির ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা ‘অপারেশন ডেভিল হান্ট’ — সিবিএ সিমেন্ট ফ্যাক্টরির সভাপতি গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ মেহেরপুরে সীমিত আকারে পালিত মুজিবনগর দিবস, ভাস্কর্য পুনঃনির্মাণের উদ্যোগ কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধে উত্তাল শিক্ষার্থীরা গজারিয়ায় শিশুকে যৌন নিপীড়ন অভিযোগে যুবক আটক

বগুড়ায় আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতা কাজল গ্রেফতার

মিরাজ হুসেন প্লাবন

রুবেল হাসান, শাহজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাহজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম কাজলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর বারোটার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর এলাকার গুচ্ছগ্রাম থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা কাজল ওই এলাকার একটি সরকারি আশ্রয়ণ প্রকল্পের (গুচ্ছগ্রাম) একটি কক্ষে লুকিয়ে ছিলেন। খবর পেয়ে স্থানীয় জনগণ তাকে খুঁজে বের করে, সামান্য উত্তম-মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

আরিফুল ইসলাম কাজল, আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামের আবু তালেব ওরফে তালো পেদার ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী (দপ্তরি) পদে কর্মরত আছেন।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এবং তার স্ত্রী একই দিনে ওই স্কুলে দপ্তরি ও আয়া পদে চাকরি নেন। এই নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা থাকলেও ক্ষমতার জোরে বহাল তবিয়তে ছিলেন তারা। অভিযোগ রয়েছে, চাকরিতে যোগদানের পর থেকেই তারা স্কুলে নিয়মিত উপস্থিত থাকতেন না।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, “আরিফুল ইসলাম কাজলকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তিনি ফোরকান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।” বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন