রুবেল হাসান, শাহজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাহজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম কাজলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর বারোটার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর এলাকার গুচ্ছগ্রাম থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা কাজল ওই এলাকার একটি সরকারি আশ্রয়ণ প্রকল্পের (গুচ্ছগ্রাম) একটি কক্ষে লুকিয়ে ছিলেন। খবর পেয়ে স্থানীয় জনগণ তাকে খুঁজে বের করে, সামান্য উত্তম-মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
আরিফুল ইসলাম কাজল, আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামের আবু তালেব ওরফে তালো পেদার ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী (দপ্তরি) পদে কর্মরত আছেন।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এবং তার স্ত্রী একই দিনে ওই স্কুলে দপ্তরি ও আয়া পদে চাকরি নেন। এই নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা থাকলেও ক্ষমতার জোরে বহাল তবিয়তে ছিলেন তারা। অভিযোগ রয়েছে, চাকরিতে যোগদানের পর থেকেই তারা স্কুলে নিয়মিত উপস্থিত থাকতেন না।
শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, “আরিফুল ইসলাম কাজলকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তিনি ফোরকান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।” বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।