July 13, 2025, 7:39 pm

জ্বালানির ভবিষ্যৎ নিয়ে পথে নেমেছে মেহেরপুর!

এস. কে. সামিউল ইসলাম

মেহেরপুর প্রতিনিধি:

রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫–এর প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সংকট নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

র‍্যালিটির আয়োজন করে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা, মেহেরপুর। এতে সহযোগিতা করে একশনএইড বাংলাদেশ, বুয়েট এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি)।

র‍্যালিতে উপস্থিত ছিলেন—

মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং ক্যাব মেহেরপুর জেলা শাখার সভাপতি জনাব রফিক-উল-আলম

আরটিভির জেলা প্রতিনিধি ও ক্যাব মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মাজেদুল হক

সোসাইটি ফর দি প্রোমোশন অব হিউম্যান রাইটস (SPHR)-এর নির্বাহী পরিচালক জনাব আবু আবিদ

পল্লী জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব গোলাম কিবরিয়া

ব্র্যাকের মেহেরপুর জেলা প্রতিনিধি জনাব মনিরুল ইসলাম

হেল্প ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোছা. দিলারা জাহান

অপারাজিতা মেহেরপুরের নির্বাহী পরিচালক মোছা. রেহেনা খাতুন
এছাড়াও যুব সমাজ, নারী নেত্রী, পরিবেশকর্মী এবং সুশীল সমাজের শতাধিক প্রতিনিধি র‍্যালিতে অংশ নেন।

সুবাহ–এর নির্বাহী পরিচালক জনাব মঈন-উল-আলম বলেন,
“জ্বালানি খাতের টেকসই রূপান্তর শুধু সরকারের দায়িত্ব নয়; এতে সমাজের প্রতিটি স্তরের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এই র‍্যালি সেই চেতনার সূচনা করেছে।”

র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন, যাতে লেখা ছিল—
👉 “সৌর-বায়ু শক্তিই ভবিষ্যৎ”
👉 “জ্বালানি রূপান্তরে নারী-যুবার অংশগ্রহণ চাই”
👉 “রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ সফল হোক”

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তিগত সম্ভাবনা, নীতিগত সংস্কার ও সামাজিক ন্যায়বিচারের ওপর জোর দেন।

আসন্ন ২৩-২৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫–এর বার্তা দেশের সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন