🖋️ তরিকুল ইসলাম, গোবিপ্রবি প্রতিনিধি ::
বিএসসি (স্নাতক) কৃষিবিদদের প্রতি চলমান বৈষম্যের প্রতিবাদে ও ছয় দফা যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কৃষি বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি লিখিত বার্তায় জানানো হয়, “সাম্প্রতিক সময়ের ডিপ্লোমা কৃষি শিক্ষার্থীদের কিছু দাবি যৌক্তিক হলেও, অধিকাংশ দাবি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক ও বিভ্রান্তিকর। এতে কৃষি শিক্ষা ও পেশাদারিত্বের কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি।”
শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবি হলো:
১. ১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান) সরকারি চাকরিতে বিএসসি ও ডিপ্লোমা উভয়ের জন্য সমানভাবে সুযোগ উন্মুক্ত করতে হবে।
২. বিসিএস (কৃষি) ছাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে নিয়োগ বন্ধ রাখতে হবে; ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে সরাসরি পদোন্নতি বাতিল করতে হবে।
৩. বিএডিসি ও অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারীদের ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ বাতিল করতে হবে।
৪. প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ব্যতীত পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রাখা যাবে না।
৫. কৃষি বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে ‘কৃষিবিদ’ উপাধি ব্যবহার নিষিদ্ধ করতে হবে; এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
৬. কৃষি বিষয়ক সব ধরনের ডিপ্লোমা বা কারিগরি শিক্ষা শুধুমাত্র কৃষি সম্প্রসারণ অধিদফতরের অধীনে পরিচালিত হতে হবে।
বক্তব্যে শিক্ষার্থীরা ডিপ্লোমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা যদি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সংকট নিরসন, মাঠ সংযুক্তি ভাতা বা ফাউন্ডেশন ট্রেনিং চাও — আমরা পাশে থাকবো। কিন্তু তোমরা যদি বিএসসি কৃষিবিদদের পদমর্যাদা, টাইটেল এবং দ্বিতীয় শ্রেণির গেজেটভুক্তির দাবি করো, তা কখনোই গ্রহণযোগ্য নয়। এসব দাবিকে আমরা বৈষম্যমূলক এবং পেশার মর্যাদার পরিপন্থী হিসেবে দেখি।”
এ সময় কৃষি বিভাগের শতাধিক শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান ও দাবি তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।