April 26, 2025, 1:05 am

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা যোগ দিলেন ছাত্রদলে

আক্কাছ আলী,

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন পদধারী নেতা পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) যোগ দিয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে শ্রীনগর সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনানুষ্ঠানিক ফর্ম সংগ্রহ অনুষ্ঠানে তারা ছাত্রদলের ফরম সংগ্রহ করেন।

নতুন করে ছাত্রদলে যোগ দেওয়া তিনজন হলেন—জেলা শাখার সংগঠক আশরাফুল আলম আহাদ, সদস্য আবিদ খান আপন এবং ইফতি আহমেদ ফাহিম। এর মধ্যে আবিদ খান আপন পূর্বেও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

ছাত্রদলের ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর উপজেলার টিম প্রধান ও মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম।

এ বিষয়ে তিনজনের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগের ঘোষণা ও ছাত্রদলে ফেরার বার্তা দেখা গেছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক জাকারিয়া আহমেদ সাদ জানিয়েছেন, তিনজনের মধ্যে কেবল ইফতি আহমেদ মৌখিকভাবে পদত্যাগের কথা জানিয়েছিলেন। বাকি দুজনের কাছ থেকে কোনো লিখিত বা মৌখিক পদত্যাগপত্র সংগঠনের কাছে জমা পড়েনি। বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন বলেও জানান।

পদত্যাগকারী আবিদ খান আপন বলেন, “আমি আগে থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। কিছুদিন বিরতির পর আবার সক্রিয় হয়েছি।”

ইফতি আহমেদ জানান, “লিখিত পদত্যাগপত্র দেওয়ার নিয়ম সম্পর্কে আমার স্পষ্ট ধারণা ছিল না। তবে মৌখিকভাবে জানিয়েছি এবং ফেসবুকেও বিষয়টি প্রকাশ করেছি।”

এদিকে আশরাফুল আলম আহাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও নিজের ফেসবুক আইডিতে ছাত্রদলের ফরম সংগ্রহের একটি ছবি শেয়ার করতে দেখা গেছে।

এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন