April 25, 2025, 11:54 pm

গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ শ্রমজীবী

মিরাজ হুসেন প্লাবন

মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার অবদা-বরমী আঞ্চলিক সড়কে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আনসার আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
ঘটনাটি ঘটে বুধবার (২৩ এপ্রিল ২০২৫) ভোররাত ৪টার দিকে, শ্রীপুরের উজিলাব গ্রামের ন্যাশনাল পোল্ট্রি ফিড কোম্পানির সামনে।

নিহত আনসার আলী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সরদারপাড়া গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে। আহতরা হলেন ছাত্তার (৫০), আলম (৫২), লুৎফর (৪০) ও ইয়াকুব আলী (৭০)—সবাই রংপুর জেলার বাসিন্দা।
তারা সবাই শ্রীপুরের ত্রীমোহনী এলাকায় ধান কাটার কাজে যাচ্ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,
ভোরের আলো ফোটার আগেই সিএনজিচালিত অটোরিকশাটি অবদা থেকে বরমীর দিকে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাঁচামালবোঝাই কাভার্ডভ্যানে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই আনসার আলীর মৃত্যু হয় এবং বাকিরা গুরুতর আহত হন।

শ্রীপুর থানার এসআই মনোয়ার হোসেন জানান,
“দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠাই ও নিহতের মরদেহ উদ্ধার করি। কাভার্ডভ্যানটি দুর্ঘটনার পরপরই স্থান ত্যাগ করে, এখনো সেটিকে আটক করা সম্ভব হয়নি।”

শ্রীপুর মডেল থানার ওসি মুহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন,
“নিহতের স্বজনদের আবেদন অনুযায়ী আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তদন্তও চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন