July 30, 2025, 11:31 am
শিরোনাম :
স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড বগুড়ায় আকাশে উড়ার স্বপ্নভঙ্গ: জুলাই শেষ, নেই বাণিজ্যিক ফ্লাইট! ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন পাতা দিয়ে “টাকা” বানিয়ে বিস্কুট কিনলো পথকুকুর

বিমান লক্ষ্য করে বল! কক্সবাজার ভিডিওর পেছনের বাস্তবতা কী?

মিরাজ হুসেন প্লাবন

বিস্তারিত:

সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকতে একটি চলন্ত বিমানকে লক্ষ্য করে ফুটবল ছোঁড়া হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনেকেই বিষয়টিকে বিপজ্জনক বলে মন্তব্য করলেও, প্রকৃতপক্ষে এটি কতটা ঝুঁকিপূর্ণ ছিল তা যাচাই করে দেখার প্রয়োজন রয়েছে।

বিমান বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, একটি যাত্রীবাহী বিমানের পাখার প্রস্থ সাধারণত ১১২ থেকে ২৬১ ফুট পর্যন্ত হয়ে থাকে। অপরদিকে, একটি ফুটবলের গড় ব্যাস ৮.৫ ইঞ্চির মতো। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ফুটবলের আকার এবং বিমানের পাখার প্রস্থ প্রায় সমান মনে হলেও, সেটি কেবল ভিজ্যুয়াল পারসপেকটিভের কারণে হয়েছে।

বস্তুত, ফ্রেম অনুযায়ী বিমানটি বল ছোঁড়ার স্থানের তুলনায় অন্তত ৫০০ ফুট বা তারও বেশি উপরে ছিল। সে কারণে, বাস্তবে বলটি বিমানকে আঘাত করার সম্ভাবনা একেবারেই ছিল না।

এই প্রসঙ্গে সচেতন মহলের মত, ছেলেটির কাজটি নিশ্চয়ই বোকামির পর্যায়ে পড়ে, তবে এটি ইচ্ছাকৃতভাবে কোনো ক্ষতি সাধনের উদ্দেশ্যে করা হয়েছে—এমনটি বলা কঠিন। তাই ঘটনাটি নিয়ে অতিরঞ্জন না করে ছেলেটিকে অনর্থক আইনি বা সামাজিক বিপদে ফেলা অনুচিত।

ঘটনার পর সামাজিক মাধ্যমে ছেলেটিকে উদ্দেশ্য করে যেভাবে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে, তাও সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জনসচেতনতা বাড়ানো জরুরি হলেও, বিচার-বিশ্লেষণহীন মন্তব্য বা রায় দেওয়া থেকে বিরত থাকা সবার জন্য শ্রেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন