July 8, 2025, 7:49 am

ছাত্রলীগ কর্মীকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ

জুনেদ আহমেদ রুনু

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতক উপজেলার আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সামনে ছাত্রলীগের এক কর্মীকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে পথচারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী জয়নালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গত কয়েকদিন ধরে ব্যাপক লেখালেখি চলছিল। এ ঘটনার জের ধরেই ছাত্রদলের মিজান গ্রুপের কর্মী এনাম আহমদ অভি, আমির আলী ও রাজনের নেতৃত্বে জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন গ্রুপের ছাত্রদল কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

সংঘর্ষে কলেজ ছাত্রদলের কর্মী ছাদ মিয়া, সাব্বির আহমদ, জয়নাল, এনাম আহমদ অভি, সুবেগ, সুজেল ও জামিল আহমদসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় দেশি অস্ত্র, ইট-পাটকেল, লাঠি, কাটা পাথর, লম্বা দা ও দামদা ব্যবহার করা হয়। এ সময় প্রায় আধা ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মিজান গ্রুপের পক্ষ থেকে সাবেক ছাত্রদল নেতা সুমন বলেন, “ছাত্রলীগ কর্মী জয়নালকে নিয়ে ফেসবুকের লেখালেখির জেরেই দুই ছাত্রদল কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।” অন্যদিকে, মিলন গ্রুপের ছাত্রদল নেতা মাহবুর আলম বলেন, “মিজান গ্রুপের ছদ্মবেশী ছাত্রদল কর্মীরা আমাদের কলেজ ছাত্রদল কর্মীদের ওপর দেশি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।”

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদের নেতৃত্বে বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন