August 1, 2025, 12:02 am
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

মুসফিকুর রহমান

মুসফিকুর রহমান , বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহিদ আবু সাঈদ হত্যার সুষ্ঠু বিচার ও জুলাই-আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলার নিরপেক্ষ তদন্ত দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (৫ মে) দুপুরে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান ফটক, আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে শহিদ আবু সাঈদ গেইট পর্যন্ত গিয়ে আবার প্রধান ফটকে এসে অবস্থান নেয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ফ্যাসিবাদের দোসররা হুঁশিয়ার সাবধান’, ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও’—ইত্যাদি স্লোগানে প্রকম্পিত করে তোলেন ক্যাম্পাস।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী সুমন সরকার বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন শহিদ আবু সাঈদ হত্যার বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। মামলায় গুটি কয়েকজনকে আসামি করা হলেও মূল পরিকল্পনাকারীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে।”

অন্য আরেক শিক্ষার্থী মুরসালিন মুন্না বলেন, “হামলায় সরাসরি জড়িত ও ভিডিও ফুটেজে চিহ্নিত অনেকেই এখনো বিশ্ববিদ্যালয়ে বহাল তবিয়তে রয়েছেন। এমনকি তাদের মধ্যে কেউ কেউ পদোন্নতিও পেয়েছেন, যা শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের তামাশা।”

শিক্ষার্থী রাকিব মিয়া বলেন, “জুলাই আন্দোলনে হামলাকারীদের অনেকেই মামলার তালিকা থেকে বাদ পড়ে গেছে। প্রশাসনের এই পক্ষপাতদুষ্ট আচরণে আমরা ক্ষুব্ধ।”

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা হামলাকারীদের নতুন তালিকা তৈরি করে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। তারা জানান, “আন্দোলন চলছে এবং চলবে—যতদিন না পর্যন্ত সকল হামলাকারীর সুষ্ঠু বিচার নিশ্চিত হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন