মোঃ মুক্তার হোসেন, জেলা প্রতিনিধি | আগামী সকাল
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শরিফুল ইসলাম (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) গভীর রাতে শেরপুর পৌরসভার কসবা ভাটিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম ওই এলাকার মন্ডল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম মঙ্গলবার রাতে জমিতে সেচ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। অনেক রাতেও বাড়ি না ফেরায় এক বন্ধু তাকে খুঁজতে গিয়ে দেখতে পান, তিনি সেচপাম্পের বিদ্যুতের তারে পেঁচিয়ে মাটিতে পড়ে আছেন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক নিশ্চিত করেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।