আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি | আগামী সকাল :
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের সাতকচর এলাকার পদ্মা নদীর পাড় থেকে আনোয়ারা বেগম (৭৭) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মে) বিকাল সাড়ে ৩টায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত আনোয়ারা বেগম শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সোনারচর আফাজদ্দিন মুন্সী কান্দী গ্রামের কদম আলী আকনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ারা বেগম কয়েকদিন আগে টঙ্গীবাড়ীর নগর জোয়ার এলাকায় তার মেয়ে রহিমা বেগমের বাড়িতে বেড়াতে আসেন। গত বুধবার (৮ মে) দিবাগত রাতে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে পদ্মা নদীর পাড়ে একজোড়া স্যান্ডেল দেখতে পেয়ে সন্দেহ হয় মেয়ের। পরে বিকাল ৩টা ৩০ মিনিটে স্থানীয়রা পদ্মা নদীর পাড়ে ভেসে থাকা মরদেহ দেখতে পান এবং খবর পেয়ে আনোয়ারা বেগমের স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
চর আব্দুল্লাপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুব আলম জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।