July 30, 2025, 11:16 pm
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড বগুড়ায় আকাশে উড়ার স্বপ্নভঙ্গ: জুলাই শেষ, নেই বাণিজ্যিক ফ্লাইট! ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

টাচ ফোন না পেয়ে আত্মহত্যা করলো হাফেজ মাদ্রাসাছাত্র

মিরাজ হুসেন প্লাবন

প্রতিনিধি: মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় এক মাদ্রাসা ছাত্র বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে। মাদ্রাসা ছাত্রটি তার সহপাঠীদের জানায় সে বিষপান করেছে। বিষয়টি জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরে পরিবারের সদস্যরা প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ছাত্রের নাম এখনও প্রকাশ না করা হলেও জানা গেছে, সে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর কাগজী পাড়া গ্রামের মোঃ ছালেকের ছেলে। সে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত বাগডোকরা তছির উদ্দিন হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগে অধ্যয়নরত ছিল এবং ইতোমধ্যেই ২৩ পারা কোরআন হিফজ করেছিল।

মাদ্রাসার এক শিক্ষক জানান, নিহত ছাত্রটি গত শুক্রবার বাসায় গিয়েছিল এবং সেখান থেকে ফিরে আসে মন খারাপ নিয়ে। সে তার বাবার কাছে একটি টাচ মোবাইল ফোন চেয়েছিল, যা কিনে না দেওয়ায় সে হতাশ হয়ে পড়ে। মঙ্গলবার রাতে সবার অগোচরে সে বিষপান করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফইম উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিবার, শিক্ষক ও স্থানীয়রা এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন