জুনেদ আহমদ রুনু, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাওসার আল মামুন-কে সিলেটের চৌহাট্টায় ছাত্র-জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। শনিবার (১১ মে) বিকেলে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেটের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে হঠাৎ উপস্থিত হন কাওসার আল মামুন। তাকে চিনে ফেলেন আন্দোলনকারী ছাত্র-জনতা এবং তখনই তাকে ঘিরে ধরে আটকে রাখা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটক কাওসার আল মামুন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের বাসিন্দা এবং একসময় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “তার বিরুদ্ধে সুনামগঞ্জে একটি মামলা রয়েছে বলে জানতে পেরেছি। বিস্তারিত তথ্য যাচাই-বাছাই চলছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।”
ঘটনাটি সিলেট ও সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।