প্রবাসী বাংলাদেশীদের নানামুখী সমস্যা ও অধিকারের প্রশ্নে জাতীয় প্রেসক্লাবে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রবাসীবান্ধব নেতা এম এ জলিল খান এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক মাহবুব আলম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন
জনাব শহীদুল ইসলাম বাবুল, সাবেক ছাত্র নেতা এবং জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
জি এম মোখলেছুর রহমান – সদ্য বিদায়ী সভাপতি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিএনপি গ্রীস শাখা; চেয়ারম্যান, জনতার টিভি।
শামীমা আক্তার রুবী হাসান – আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দল।
জনাব মমিনুল মোমেন শিকদার – ইউ কে ও ফ্রান্স প্রবাসী নেতা।
জনাব মোস্তাক মান্নান – সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জার্মান বিএনপি।
জনাব গোলাম মাওলা – সাবেক সহসভাপতি, বিএনপি গ্রীস শাখা।
বক্তব্যে প্রবাসীদের সমস্যাবলি ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাদের অধিকারের প্রশ্নে গুরুত্বারোপ করা হয়।
বিশেষ অতিথি জি এম মোখলেছুর রহমান তার বক্তব্যে বলেন, “প্রবাসীরা শুধু অর্থনীতির চালিকাশক্তি নন, তারা দেশের ভাবমূর্তি ও সম্মান বহন করেন। কিন্তু তারা প্রশাসনিক জটিলতা, হয়রানি ও নিরাপত্তার অভাবে অনেক ক্ষেত্রেই দুর্ভোগের শিকার হচ্ছেন।”
তিনি জুলাইয়ের গণহত্যা, বিশেষ করে আবু সাঈদ ও মুক্ত-এর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “এই ধরণের নির্মমতা শুধু প্রবাসীদের মধ্যে নয়, বিশ্বজুড়ে বাংলাদেশীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। আমরা এর বিচার চাই।”
জি এম মোখলেছুর রহমান আরো বলেন, “প্রবাসীদের কণ্ঠস্বর যেন নীতিনির্ধারণে প্রতিফলিত হয়—এমন একটি কাঠামো আমাদের গড়ে তুলতে হবে।”
সভায় ইউরোপসহ বহিঃবিশ্বের বিএনপি নেতৃবৃন্দ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন এবং প্রবাসীদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপসংহারে বক্তারা বলেন, প্রবাসীদের দাবির প্রতি জাতীয়ভাবে গুরুত্ব দিতে হবে এবং রাজনৈতিক দলগুলোর উচিত এ বিষয়ে সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা গ্রহণ করা।