July 8, 2025, 9:08 am

পত্রিকা বন্ধের হুমকির প্রতিবাদে মানববন্ধন

আক্কাছ আলী,

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ‘আমার বিক্রমপুর’ বন্ধের হুমকি ও সম্পাদক শিহাব আহমেদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহত গেজেটেড জুলাই যোদ্ধারা।

বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন অর্ধশতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী ও সামাজিক সচেতন নাগরিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিক শিহাব আহমেদকে রাজনৈতিক পরিচয় দিয়ে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে।

তারা অভিযোগ করেন, একজন পেশাদার ও সাহসী সাংবাদিক হিসেবে শিহাব আহমেদ অতীতেও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং এখনও আছেন। জুলাই আন্দোলনে মাঠপর্যায়ে যারা কাজ করেছেন, তাদের অন্যতম ছিলেন তিনি। আজ তার বিরুদ্ধে এই অপচেষ্টা জুলাই চেতনার পরিপন্থী।

মানববন্ধনে বক্তব্য রাখেন—ঢাকায় নিহত মিরকাদিম পৌর ছাত্রদল নেতা মানিক মিয়া শারিক চৌধুরীর পিতা আনিস চৌধুরী, শহিদ সজল মোল্লার ভাই সাইফুল ইসলাম মোল্লা, নুর মোহাম্মদ ওরফে ডিপজলের মা রুমা বেগম, তার নানী শেফালি বেগম ও খালু মো. কামাল কাজী, রিয়াজুল ফরাজীর বড় মেয়ে রিয়া মনি, এবং জুলাই যোদ্ধা মুক্তার হোসেন, নাজমুল হাসান শাওন ও সীমান্ত হাসান প্রমুখ।

বক্তারা বলেন, “সংবাদপত্রের কণ্ঠরোধ গণতন্ত্রের জন্য হুমকি। ব্যক্তিগত স্বার্থে একজন সাংবাদিককে টার্গেট করে তার প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার দাবি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।”

প্রসঙ্গত, গত ১৬ মে ‘মুন্সিগঞ্জের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মানববন্ধন থেকে সাংবাদিক শিহাব আহমেদকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তার সম্পাদিত অনলাইন পত্রিকা বন্ধের দাবি তোলা হয়।

এ ঘটনার প্রতিবাদে শহিদ পরিবার ও যোদ্ধারা শিহাব আহমেদের পাশে থাকার ঘোষণা দেন এবং এ ধরনের হুমকি-প্রচারণার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন