মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জাকিউর রহমান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এর অনুমোদনে এবং রেজিস্ট্রার ড. মোঃ হারুন অর রশিদ এর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করা হয়।
আদেশ অনুযায়ী, অধ্যাপক জাকিউর রহমান আগামী ২৫ মে ২০২৫ থেকে এই দায়িত্ব পালন শুরু করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, তাঁর নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের কার্যক্রম আরও গবেষণাভিত্তিক, যুগোপযোগী ও শিক্ষার্থীবান্ধব হবে।
উল্লেখ্য, অধ্যাপক জাকিউর রহমান দীর্ঘদিন ধরে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করছেন। তিনি গবেষণা, পাঠদান এবং বিভাগীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা এই সেন্টারের অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।