August 4, 2025, 1:10 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

বেরোবিতে সংসদীয় বিতর্কের মঞ্চ কাঁপিয়ে চ্যাম্পিয়ন এমআইএস বিভাগ!

মুসফিকুর রহমান

বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী অন্তঃঅনুষদ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। ২৪ মে (শনিবার) সন্ধ্যায় একাডেমিক ভবন-৩ এর সামনে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ।

‘মুনাফার চেয়ে নৈতিকতা ব্যবসায়ের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত’—এই প্রস্তাবের পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরে অনুষ্ঠিত হয় বিতর্কের ফাইনাল পর্ব। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট অর্জন করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “শিক্ষার্থীদের চিন্তা-ভাবনার প্রসার এবং ভাষাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিতর্ক চর্চার বিকল্প নেই। বিতর্ক শিক্ষার্থীদের উপস্থাপন দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রাফিউল আজম খান, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক এবং এমআইএস বিভাগের বিভাগীয় প্রধান এস. এম. আশরাফুর আলম।

সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে যুক্তিভিত্তিক চিন্তা ও সামাজিকভাবে গ্রহণযোগ্য মত প্রকাশে সক্ষম করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন