July 20, 2025, 8:48 am
শিরোনাম :
“চিকিৎসকদের অবহেলা ও ভুল সিদ্ধান্তে রোগীর মৃত্যু হৃদয় হত্যার রহস্য উদঘাটন: জুয়া, প্রতারণা ও নির্মম শ্বাসরোধ মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথেই থেমে গেল তিন শিশুর জীবন ভাড়াটে লোক এনে জমি দখলের চেষ্টা, এবার রাতের আঁধারে সন্ত্রাসী হামলা হেলমেট না থাকলে মাথা উড়েই যেত-চাঁদার দাবিতে চাপাতির কোপ রাজবাড়ীর ইয়াবা সম্রাট ইসহাক গ্রেফতার, ৪৫০ পিস ইয়াবাসহ বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মরণে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন এফবিসিসিআই নির্বাচন: আতিকুর রহমানের পক্ষে গণজোয়ার শেরপুর সীমান্তে নারী-শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ ১৫ বছর ধরে চালিয়ে গেছেন প্রতারণা -অবশেষে পুলিশের জালে ধরা

সরকারি ঘরেই চলছে মাদক-দেহব্যবসা

মিরাজ হুসেন প্লাবন

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের শফিকুর রহমান ওরফে গেদা মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ও অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ তুলে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

বুধবার (২৮ মে) উপজেলার সর্বস্তরের জনসাধারণ ইউএনও’র কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে শফিকুর রহমান গেদা মিয়া সরকারি একটি ঘর বরাদ্দ পান। তবে বরাদ্দ পাওয়া ঘরটিকে তিনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মদের আড্ডা, গাঁজা সেবন, জুয়া খেলা, মাদক ব্যবসা এবং দেহব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন।

অভিযোগে আরও বলা হয়, গেদা মিয়ার এমন কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ বিপথে যাচ্ছে এবং সমাজে ভয়াবহ নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে। সন্ধ্যা নামলেই তার বাড়ির আশপাশে ভিড় করে মাদকসেবী ও দেহব্যবসায় জড়িত নারীরা। ঘর থেকে মাদকের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

এতে এলাকাবাসীর দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ধর্মপ্রাণ সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্ম এ পরিবেশে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এমন পরিস্থিতিতে এলাকাবাসী কঠোর পদক্ষেপ চেয়ে ইউএনও বরাবর স্মারকলিপি জমা দেন। তাদের দাবি—গেদা মিয়া ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং বরাদ্দপ্রাপ্ত ঘরটি মাদক ও অসামাজিক কার্যকলাপমুক্ত করে প্রকৃত উপকারভোগীর হাতে হস্তান্তর করা হোক।

এ বিষয়ে ছাতক উপজেলা প্রশাসন এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও এলাকাবাসীর স্মারকলিপি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপই এখন এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন