আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা:
পলাশবাড়ী উপজেলা সমবায় অফিসার খান মোহাম্মদ মোস্তাক নাসির (৫৫) আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৮ মে) রাতের কোনো এক সময় তিনি উপজেলা পরিষদের ডর্মেটরির নিজ কক্ষে বাথরুমে পড়ে যান এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু ঘটে বলে ধারণা করা হচ্ছে।
প্রয়াত মোস্তাক নাসিরের স্থায়ী ঠিকানা রাজধানী ঢাকার পান্থপথ এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে পলাশবাড়ী উপজেলায় কর্মরত ছিলেন। তাঁর পরিবার ঢাকাতেই অবস্থান করতেন এবং তিনি কর্মস্থলে উপজেলা পরিষদ ডর্মেটরির একটি কক্ষে একাই থাকতেন।
ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। আকস্মিক এই মৃত্যুতে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগসহ তাঁর সহকর্মী ও পরিচিত মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এদিকে তাঁর মৃত্যুর খবর ঢাকায় অবস্থানরত পরিবারকে জানানো হয়েছে। মৃতদেহের সুষ্ঠু হস্তান্তর ও দাফন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
এমতাবস্থায় উপজেলার সর্বস্তরের মানুষ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।