July 31, 2025, 2:52 pm
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

বন্যার ঝুঁকিতে ছয় জেলা, পানি উন্নয়ন বোর্ডের সতর্কতা

মোঃ নুরুল হক মোরশেদ

মোঃ নুরুল হক মোরশেদ
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

সাম্প্রতিক ভারী বর্ষণের ফলে দেশের বিভিন্ন নদ-নদীর পানি সমতল বাড়তে শুরু করেছে। এই অবস্থায় আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দেশের ছয়টি জেলায় বন্যা দেখা দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার (২৯ মে) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়, ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলা বন্যার ঝুঁকিতে রয়েছে।

চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীর পানি দ্রুত বাড়ছে। মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলে ফেনী জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই এবং সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও সতর্ক সীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এ ছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার দেখা দিতে পারে, যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। তবে বৃষ্টিপাতের প্রবণতা কমলে পানি দ্রুত নেমে যেতে পারে।

এদিকে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার নিচে থাকলেও আগামী তিন দিনের মধ্যে তা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রাখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন