July 15, 2025, 9:47 am
শিরোনাম :
“চিকিৎসকদের অবহেলা ও ভুল সিদ্ধান্তে রোগীর মৃত্যু হৃদয় হত্যার রহস্য উদঘাটন: জুয়া, প্রতারণা ও নির্মম শ্বাসরোধ মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথেই থেমে গেল তিন শিশুর জীবন ভাড়াটে লোক এনে জমি দখলের চেষ্টা, এবার রাতের আঁধারে সন্ত্রাসী হামলা হেলমেট না থাকলে মাথা উড়েই যেত-চাঁদার দাবিতে চাপাতির কোপ রাজবাড়ীর ইয়াবা সম্রাট ইসহাক গ্রেফতার, ৪৫০ পিস ইয়াবাসহ বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মরণে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন এফবিসিসিআই নির্বাচন: আতিকুর রহমানের পক্ষে গণজোয়ার শেরপুর সীমান্তে নারী-শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ ১৫ বছর ধরে চালিয়ে গেছেন প্রতারণা -অবশেষে পুলিশের জালে ধরা

পদ্মা সেতুতে নতুন ইতিহাস

আক্কাছ আলী

আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

দেশের ইতিহাসে পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড গড়েছে বৃহস্পতিবার (৫ জুন)। এদিন একদিনে সর্বোচ্চ ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকা টোল আদায় করা হয়। একইসাথে পারাপার হয়েছে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন, যা পদ্মা সেতুর একদিনে সর্বোচ্চ যান চলাচলের নতুন রেকর্ড।

এর আগে ২০২২ সালের ২৬ জুন, সেতুর উদ্বোধনের দিন ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছিল। আর সর্বোচ্চ টোল আদায়ের পূর্ববর্তী রেকর্ড ছিল ২০২৪ সালের ৯ এপ্রিল, যা ছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা।

এবার ঈদ-উল-আযহার ১০ দিনের দীর্ঘ ছুটির প্রথম দিনেই এই নজিরবিহীন সাফল্য অর্জিত হলো। উল্লেখ্য, ছুটি শুরুর আগের দিন বুধবার (৪ জুন) পদ্মা সেতুতে একদিনে ৩৭ হাজার ৪৬৫টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৪ কোটি ৯ লাখ টাকারও বেশি।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ১ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার ২১৮টি যানবাহন পারাপার হয়েছে এবং এতে মোট টোল আদায় হয়েছে ২ হাজার ৪৫২ কোটি ৮২ লাখ টাকার বেশি।

৫ জুনের ২৪ ঘণ্টায়, জাজিরা প্রান্ত দিয়ে পার হয়েছে ১৬ হাজার ৫০২টি যানবাহন, যার মাধ্যমে আদায় হয়েছে ২ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ২০০ টাকা। অন্যদিকে মাওয়া প্রান্ত দিয়ে পার হয়েছে ৩৫ হাজার ৯৮৫টি যানবাহন, যার টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব আলতাফ হোসেন সেখ জানান, “ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াতে পদ্মা সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের সাফল্য প্রমাণ করে, পদ্মা সেতু এখন দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম স্তম্ভে পরিণত হয়েছে।”

আগামী ২৫ জুন পদ্মা সেতুর তিন বছর পূর্ণ হতে যাচ্ছে। এর আগেই নতুন এই রেকর্ড সেতুর কার্যকারিতা এবং জনগণের আস্থার বড় প্রমাণ হয়ে রইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন