মোঃ রাজু আহম্মেদ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌতুকের দাবিতে স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে আমেনাকে শারীরিক নির্যাতনের অভিযোগে স্বামী মারুফ শেখের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার প্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বর্তমানে অভিযুক্ত মারুফ পলাতক রয়েছে এবং পুলিশ তাকে খুঁজছে।
জানা গেছে, ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার শাহিন মিয়ার মেয়ে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে চার বছর আগে বাগেরহাটের রামপাল থানার দক্ষিণ সন্ন্যাসি গ্রামের কালাম শেখের ছেলে মারুফ শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় কিস্তিতে প্রায় ৫ লাখ টাকা উত্তোলন করেন মারুফ। এরপরও যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। টাকা না দেওয়ায় গার্মেন্টস কর্মী স্ত্রী আমেনাকে মারধর করেন তিনি।
অবশেষে নির্যাতনের ঘটনায় জান্নাতুল ফেরদৌস ফতুল্লা আদালতে স্বামী মারুফ শেখসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মারুফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং তার আত্মীয় মাসুমা বেগমের বিরুদ্ধে সমন জারি করেন।
আইনজীবী ফাইজুল ইসলাম ফয়সাল জানান, আদালতের নির্দেশ অনুযায়ী থানায় ওয়ারেন্টের কপি পাঠানো হয়েছে এবং পুলিশ আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে।