November 10, 2025, 10:57 pm
শিরোনাম :
ভোলা: প্রেমের বিয়ে মেনে নিল না মেয়ের পরিবার, অশান্তি দুই গ্রামে ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু গাজীপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, হবিগঞ্জের মাধবপুরে নির্ভীক সাংবাদিক ও নেতা আলাউদ্দিন আল রনি বিআরটিএ অফিসে ঘুষ ফেরত চাওয়ায় সেবাগ্রহিতাকে মারধরের অভিযোগ রাজবাড়ীতে আওয়ামী লীগের নেতার দখলে থাকা কোটি টাকার খাস জমি উদ্ধার জামালপুরে ‘লোম মানব পরিবার’—বারো সদস্যের মানবিক সংগ্রাম রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দুইজনের কারাদণ্ড রাজবাড়ীর বালিয়াকান্দিতে চত্রা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কেশবপুরে ভুয়া কোর্সের ফাঁদ! এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

মিরাজ হুসেন প্লাবন

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন না নিয়েই ভুয়া কোর্সের বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কেশবপুর শহরের মাইকেল মোড়ে অবস্থিত পিটিএফ নামক প্রতিষ্ঠানটির সামনে বিভিন্ন ভুয়া কোর্সের ভর্তি সংক্রান্ত সাইনবোর্ড লাগানো ছিল। এসব কোর্সের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কোনো অনুমোদন নেই। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ার পরই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় আদালতে উপস্থিত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন জানান, প্রতিষ্ঠানটির শুধু পল্লী চিকিৎসা কোর্সের অনুমোদন রয়েছে। কিন্তু তারা বিভিন্ন অনুমোদনহীন কোর্সের ভুয়া বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছিল। তাই প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই বিষয়ে আরও ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন