নুরুল হক মোরশেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ চোরাকারবারি চক্রের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) রাতে শ্রীমঙ্গল থানার একটি অভিযানে প্রায় ১ লাখ ৭৭ হাজার শলাকা বিদেশি সিগারেট ও একটি কালো রঙের পিকআপ গাড়ি জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১১ লাখ ৩ হাজার টাকা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নির্দেশনায় এসআই সজীব চৌধুরী ও এসআই বাবলু কুমার পাল এর নেতৃত্বে একটি দল।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দলটি মৌলভীবাজার রোডের পপুলার মেডিকেল সেন্টার সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। সেখান থেকে সন্দেহভাজন একটি কালো রঙের পিকআপ (নম্বর: ঢাকা মেট্রো-ন-১৮-৩৭৩৬) থামানোর সংকেত দিলে, গাড়ির দুই যাত্রী পালানোর চেষ্টা করে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে আব্দুল হাই (৪০) ও জামাল মিয়া (৩৯) নামের দুই ব্যক্তিকে আটক করে।
১৭টি কার্টন ও এক বস্তায় থাকা ৫০ বান্ডিলসহ মোট ১,৭৭,০০০ শলাকা
বিভিন্ন নামী ব্র্যান্ডের বিদেশি সিগারেট
আনুমানিক বাজারমূল্য: ১১,০৩,০০০ টাকা
আটককৃতরা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাচালান সিন্ডিকেটে সক্রিয়ভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে চোরাচালান নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, এই সিন্ডিকেটের মূল হোতাদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত রয়েছে।