আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা গ্রামের একটি পরিত্যক্ত রান্নাঘর থেকে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (২৫ জুন) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন কবীর।
তিনি জানান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এর নেতৃত্বে পুলিশ সদস্যদের একটি টিম ফুলতলা গ্রামের আলম ঢালীর পরিত্যক্ত রান্নাঘরে অভিযান চালায়। তল্লাশিকালে রান্নাঘরের পেছনে আঁড়ার সঙ্গে ঝুলানো একটি ব্যাগ থেকে লোহার তৈরি মরিচাযুক্ত সিলভার রঙের একটি পাইপগান এবং দুই রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করা হয়।
স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। কে বা কারা অস্ত্রটি সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।