July 7, 2025, 4:42 pm

ভর্তিপরীক্ষায় প্লাস্টিকমুক্ত হেল্প ডেস্কের দৃষ্টান্ত গড়লো ‘গ্রীন ভয়েস’

মিরাজ হুসেন প্লাবন

মো: সুমন রানা, ঢাকা | ২৭ জুন ২০২৫:

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই স্লোগানকে সামনে রেখে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে অনুষ্ঠিত BHMS, BUMS ও BAMS কোর্সের ভর্তি পরীক্ষায় পরিবেশবান্ধব ব্যতিক্রমধর্মী হেল্প ডেস্কের আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস, কলেজটির শাখা সংগঠন।

এই হেল্প ডেস্কে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (সিঙ্গেল-ইউজ প্লাস্টিক) ব্যবহার না করে মাটির কলস ও জগে সরবরাহ করা হয়েছে সুপেয় পানি। পরীক্ষার্থীদের জন্য ব্যবহৃত হয়েছে কাগজের কলম, পাটের ব্যাগ এবং রাখা হয়েছে মোবাইল, ঘড়ি ও ব্যাগ রাখার নিরাপদ ব্যবস্থা।

এমন উদ্যোগে প্রশংসা জানিয়ে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ডা. শামসুন্নাহার বলেন,

“মাইক্রো প্লাস্টিক এখন রক্ত, মস্তিষ্ক ও অস্থিমজ্জাতেও প্রবেশ করছে, যা ক্যান্সার, শ্বাসতন্ত্র, স্নায়ুতন্ত্র ও প্রজননে ক্ষতির কারণ হচ্ছে। এই ভয়াবহতা রোধে এখনই সময় প্লাস্টিক ব্যবহার কমিয়ে আনার।”

সাইকোলজি বিভাগের প্রভাষক ডা. শাহী এমরান বলেন,

“তরুণদের সঙ্গে নিয়ে গ্রীন ভয়েসের এমন পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা এ প্রচেষ্টায় সবসময় পাশে থাকবো।”

গ্রীন ভয়েসের সংগঠক মো: জুয়েল রানা জানান,

“বাংলাদেশে বছরে ৯,৭৭,০০০ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, যার ৭০% সঠিকভাবে ব্যবস্থাপনা হয় না। এই দূষণ মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

প্রতিষ্ঠানটির আরেক প্রতিনিধি মো: সুমন রানা বলেন,

“আমরা শুধু সহায়তা নয়, সচেতনতাও তৈরি করছি। হেল্প ডেস্ক করতে প্লাস্টিক প্রয়োজন নেই—আমরাই সেটার বাস্তব উদাহরণ।”

এই পরিবেশবান্ধব উদ্যোগ পরীক্ষার্থীদের মধ্যে যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি ভবিষ্যতের সকল আয়োজনে প্লাস্টিকবিরোধী চিন্তার নতুন দিগন্তও উন্মোচন করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন