December 23, 2024, 8:29 am
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

রাষ্ট্রপতি অপসারণে হঠকারী সিদ্ধান্ত না নিতে সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের

Reporter Name

রাষ্ট্রপতি অপসারণে হঠকারী সিদ্ধান্ত না নিতে সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের

রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে সরকারকে হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই বক্তব্য দেন।

রাষ্ট্রপতি অপসারণ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে বৈঠকের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপির সর্বোচ্চ ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং পরবর্তীতে দলীয় অবস্থান ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, “গণআন্দোলনের শক্তিকে সুসংহত রাখতে হলে জাতীয় ঐক্য জরুরি এবং হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে সাংবিধানিক পদ্ধতিতে রাষ্ট্রপতির পরিবর্তন হওয়া উচিত। এজন্য সুষ্ঠু নির্বাচন আয়োজন ও নির্বাচনকেন্দ্রিক সংস্কার অপরিহার্য।”

নির্বাচন বিলম্বিত হলে কোনো ষড়যন্ত্রের আশঙ্কা করছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, “সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন।”

মির্জা ফখরুল জানান, দেশের স্বাধীনতা রক্ষায় যুবদল অগ্রণী ভূমিকা পালন করছে এবং তারেক রহমানের নেতৃত্বে সংগঠনটি এখন আগের তুলনায় আরও শক্তিশালী।

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়, বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, খন্দকার এনামুল হক এনাম, রবিউল ইসলাম নয়ন, শরীফ উদ্দিন জুয়েল এবং যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন