July 7, 2025, 4:50 pm

শেরপুর সীমান্তে বিদ্যুৎস্পর্শে বন্য হাতির মর্মান্তিক মৃত্যু

মো-তানজিম-ইসলাম

মো. তানজিম ইসলাম, নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী সীমান্ত এলাকায় বিদ্যুৎস্পর্শে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বন বিভাগের মধুটিলা রেঞ্জের কর্মকর্তারা ও এলিফেন্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হাতিটির মরদেহ উদ্ধার করেন।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, নিহত হাতিটি আনুমানিক ১৫-২০ বছরের একটি মাদি হাতি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যের খোঁজে পাহাড় থেকে লোকালয়ে নেমে এসে বৈদ্যুতিক ফাঁদে বা বিদ্যুৎ সংযোগের তারে হাতিটি স্পর্শ করলে এ দুর্ঘটনা ঘটে। হাতির শুঁড়ে বিদ্যুৎস্পর্শের পুড়ে যাওয়ার স্পষ্ট চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, এলাকাটিতে ফসলের মাঠ খালি থাকায় সম্প্রতি বন্য হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে। এতে গ্রামবাসীর ফসল ও বসতবাড়ির ক্ষতি হচ্ছে। এ অবস্থায় কিছু জায়গায় বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে হাতি তাড়ানোর চেষ্টা করা হয়, যা প্রাণঘাতী হয়ে উঠছে।

পরিবেশকর্মীরা জানান, গত চার মাসে মধুটিলা রেঞ্জ এলাকায় বিদ্যুৎস্পর্শে তিনটি বন্য হাতির মৃত্যু হয়েছে। এর আগে ২০ মার্চ পূর্ব সমশ্চুড়া এবং ২৯ মে দাওধারা পাহাড়ে আরও দুটি হাতির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা ও পরিবেশকর্মীরা বন্য প্রাণী সংরক্ষণ এবং মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন