July 7, 2025, 5:08 pm

জাল খতিয়ান-দলিল মামলায় মতিয়ার রহমান কারাগারে

মিরাজ হুসেন প্লাবন

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ল্যান্ড সার্ভে আদালতে ভুয়া খতিয়ান ও জাল দলিল উপস্থাপনের মামলায় মতিয়ার রহমান (৫৮) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি সদর উপজেলার নগর দারোয়ানী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

বুধবার (২ জুলাই) প্রতারক মতিয়ার রহমান আদালতে স্বেচ্ছায় উপস্থিত হলে নীলফামারী সদর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ল্যান্ড সার্ভে ১৭৮/২০ নং মামলায় মতিয়ার রহমান একটি জাল দলিল ও ভুয়া খতিয়ান (ডিপি-১৯৩) আদালতে উপস্থাপন করেন। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী শামিমা পারভীন প্রতারণার বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেন। আদালতে প্রমাণিত হয়, খতিয়ানটি ভুয়া। পরে আদালত প্রতারকের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৯৫(সি) ধারায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং সি.আর ২১৪/২৪ নং মামলাটি খারিজ করে দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাজীব ও শফিকুল ইসলাম সোহাগ জানান, এই মামলায় দণ্ডবিধির ৪৬৫/৪৬৮/৪৭১ ধারায় মতিয়ার রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তিনি প্রায় পাঁচ মাস ধরে পলাতক ছিলেন।

এছাড়া তার বিরুদ্ধে আরও একটি মামলা (সি.আর ১০৯/২৫) চলমান রয়েছে, যেখানে দণ্ডবিধির ৪৬৭/৪৬৮/৫০৬(২)/৩৪ ধারায় দলিল জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মতিয়ার রহমান বিভিন্ন প্রতারণামূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আদালতের এই আদেশের ফলে স্থানীয়রা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন