জুনেদ আহমদ রুনু, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে সেনাবাহিনীর অভিযানে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক সেনা ক্যাম্পের টহল দল সুরমা ব্রিজ এলাকায় অভিযান চালায়।
অভিযানের বিস্তারিত:
ঢাকা মেট্রো-উ-১৪-১২৩১ নম্বর কাভার্ডভ্যানে করে ভারতীয় ফুসকা, রেডব্লু পানীয়সহ বিভিন্ন পণ্য বাংলাদেশে আনা হচ্ছিল। সেনাবাহিনী অভিযান চালিয়ে পণ্যসহ ৩ চোরাকারবারিকে আটক করে।
আটককৃতরা হলেন:
জাহিদ মিয়া (২৫), পিতা হারিছ আলী, টেংগারগাঁও, ছাতক
মো. পারভেজ (৪৫), পিতা সাইফুদ্দীন, তালবাগ, সাভার
মো. জহিরুল ইসলাম (২৩), পিতা জালাল সরদার
জব্দকৃত পণ্য:
৫,১৪০ কেজি ভারতীয় ফুসকা
৯৫৮ পিস রেডব্লু ক্যান
২টি অ্যান্ড্রয়েড ও ২টি বাটন মোবাইল ফোন
মোট জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ১৮ লাখ টাকা।
আইনি ব্যবস্থা:
আটক তিনজন ও জব্দকৃত পণ্য ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, “আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।”