মোঃ বাদ শা প্রামানিক, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নে অবৈধভাবে লটারির টিকিট বিক্রির অভিযোগে স্থানীয়দের উদ্যোগে একটি গাড়ি আটক করা হয়েছে। পরে গাড়িটি ইউনিয়ন পরিষদ চত্বরে জমা দেওয়া হয়।
ঘটনার বিস্তারিত:
সোমবার (১৫ জুলাই) বিকেলে স্থানীয়রা দেখতে পান, একটি গাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অবৈধ লটারির টিকিট বিক্রি করছে। সন্দেহ হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গাড়িটি আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
প্রশাসনের পদক্ষেপ:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার। তিনি ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাড়ির মালিকের বিরুদ্ধে শাস্তি হিসেবে জরিমানা আদায় করেন।
তিনি বলেন, “এ ধরনের অবৈধ কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”
প্রশংসা ও আহ্বান:
স্থানীয়দের সচেতন ভূমিকার প্রশংসা করেছেন প্রশাসনের কর্মকর্তারা। একইসঙ্গে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।